জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামীর বাংলাদেশ গড়বে বিএনপি: অনিন্দ্য ইসলাম অমিত

আরো পড়ুন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অতীতের গতানুগতিক ধারায় নয়, বরং আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে জনগণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী। সোমবার (২৯ ডিসেম্বর) যশোর জেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র পরিচালনার এক আধুনিক ও যুগোপযোগী দর্শন নিয়ে কাজ করছেন। তিনি দেশের সব স্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চান। বর্তমানে একমাত্র তাঁর কাছেই জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠনের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।”
বক্তব্যে তিনি বিএনপির রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, বিএনপি কখনো জনগণের সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেনি। কথা দিয়ে কথা রাখা এবং জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শনই বিএনপির রাজনীতির মূল শক্তি।
বিগত দিনের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে অমিত বলেন, “বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দীর্ঘ সময় ধরে চরম নির্যাতন-নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও ক্ষমতার পট পরিবর্তনের পর বিএনপির নেতাকর্মীরা কোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়ায়নি। বরং তারা ভিন্ন মতাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।”
যশোর সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন:
* জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
* সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
* জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক। কর্মশালায় জেলা ও উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
> সারসংক্ষেপ: যশোরের এই কর্মশালায় বিএনপি নেতারা দলের ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো এবং রাজনৈতিক শিষ্টাচারের বিষয়ে গুরুত্বারোপ করেন। তারা আসন্ন নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলের ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বশেষ