কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নে আয়োজিত ঢাকা বিভাগীয় ইজতেমার প্রথম দিনে আজ, শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫) জুমার নামাজে লাখো মুসল্লির সমাগম হয়েছে। বিশাল ইজতেমা ময়দান জনসমুদ্রে পরিণত হয়।
* আনুষ্ঠানিক শুরু: বাদ ফজরের আম বয়ানের মধ্য দিয়ে তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা সাদ পন্থী) আয়োজিত তিন দিনের এই ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
* ইমামতি: আজকের জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের আলেমে দ্বীন মুফতী উসামা ইসলাম।
* আকর্ষণ: দীর্ঘদিন পর জেলা ইজতেমার পরিবর্তে বিভাগীয় পর্যায়ের আয়োজন হওয়ায় এবার ভিড় অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি বলে জানান অংশগ্রহণকারী মুসল্লিরা।
ইজতেমায় ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, নরসিংদী, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ ও রাজবাড়ীসহ ঢাকা বিভাগের ১৩টি জেলার ধর্মপ্রাণ মানুষ অংশ নিচ্ছেন।
তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম আশা প্রকাশ করেন, এই ইজতেমায় কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করবেন। তিনি আরও জানান, প্রায় ২০০ জন বিদেশি মেহমান ইজতেমায় যোগ দেবেন।
জামিয়া কাশিফুল উলুম ঢাকার মুহতামিম মাওলানা সৈয়দ আনোয়ার আবদুল্লাহ নিশ্চিত করেছেন যে, দিল্লীর নিজামুদ্দিন মারকাজের মুরুব্বিদের একটি জামাত মাওলানা ফারুকের নেতৃত্বে ইজতেমায় উপস্থিত হয়েছেন।
ঢাকা বিভাগীয় ইজতেমা আগামী রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।
এছাড়াও, এই সপ্তাহে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ইজতেমা শুরু হয়েছে। আগামী সপ্তাহে বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা বিভাগীয় ইজতেমায় ঐতিহাসিক জুমার জামাত

