বেনাপোল, যশোর: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বেনাপোলের ঐতিহ্যবাহী নামাচার্য শ্রী শ্রী ব্রহ্ম হরিদাস ঠাকুরের পাটবাড়ী আশ্রমে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শার্শা উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি তাপস বিশ্বাসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি। আশ্রমের প্রধান পুরোহিত মাধব দাশ বাবাজি ধর্মীয় পৌরহিত্য করেন।
প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “বাংলাদেশ সকল ধর্মের মানুষের দেশ।” তিনি বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তির জন্য দেশবাসী, বিশেষ করে শার্শাবাসীর কাছে দোয়া কামনা করেন।
এছাড়াও, সভায় বেনাপোল পৌর বিএনপি, থানা বিএনপি, যুবদল ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ শার্শা উপজেলার মোট ২৯টি পূজা মণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

