ছুটি কাটাতে এসে ১৫ দিন ধরে নিখোঁজ বাগেরহাট থানার পুলিশ সদস্য

আরো পড়ুন

যশোরের চৌগাছায় ছুটি কাটাতে এসে আকতারুজ্জামান (৪৬) নামের এক পুলিশ সদস্য গত ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন।:
* নিখোঁজ ব্যক্তি: আকতারুজ্জামান (৪৬), চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিচুর রহমান বিশ্বাসের ছেলে।
* যেখান থেকে নিখোঁজ: তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
* ঘটনার সময়: তিনি গত ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে চৌগাছার ভাড়া বাসায় আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে তিনি মহেশপুর যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর ফিরে আসেননি।
:
নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার শিমা অভিযোগপত্রে উল্লেখ করেছেন যে, তাঁর স্বামী বাড়ি থেকে বের হওয়ার সময় ব্যবহৃত মোবাইল ফোনটি বাসায় রেখে যান। এই কারণে তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।:
১৫ দিন ধরে স্বামীর সন্ধান না পাওয়ায় স্ত্রী শাহিনা আক্তার চরমভাবে ভেঙে পড়েছেন। তিনি বলেন, “তিনটি কন্যা সন্তান নিয়ে এখন কোথায় যাবো কি করবো বুঝে উঠতে পারছি না। আমার মেয়েরা রাতদিন বাবাকে না পেয়ে কান্নাকাটি করছে।”
:
এ বিষয়ে জানতে চাইলে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তিনি মাত্র দুই দিন হলো এই থানায় এসেছেন। তিনি নিখোঁজ পুলিশ সদস্যের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন এবং এ বিষয়ে যা কিছু সম্ভব, তার সবটাই করা হবে।

আরো পড়ুন

সর্বশেষ