খালেদা জিয়ার সুস্থতা কামনায় শার্শায় দোয়া অনুষ্ঠান

আরো পড়ুন

শার্শা (যশোর): গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় যশোরের শার্শা থানার অন্তর্গত ৭ নং কায়বা ইউনিয়নের চালিতাবাড়িয়া আর. ডি. বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কায়বা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। তিনি তাঁর বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

 

IMG 20251203 WA0099
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “খালেদা জিয়া গৃহবধূ থেকে দেশের জন্য, গণতন্ত্র ও জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বের জন্য ইতিহাস গড়েছেন। ১৯৮৪ সালে বিএনপির নেতৃত্ব গ্রহণের পর তিনি ১৯৯১ সালে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন এবং সংসদীয় ব্যবস্থা পুনঃপ্রবর্তন করেন। তিনি একাধিকবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের অর্থনীতি, শিক্ষা, কৃষি ও গরিবদের কল্যাণে নানা নীতি গ্রহণ করেছেন।”
তিনি আরও যোগ করেন, “আজও আমরা তাঁর সংগ্রাম, ত্যাগ ও সাহস ভুলিনি; তাঁর রাজনৈতিক জীবন আমাদের জন্য দায়িত্ব ও জনগণের পাশে থাকার শিক্ষা।”
তৃপ্তি এই সময়ে মহান আল্লাহর কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দলমত নির্বিশেষে সকলের আন্তরিকভাবে দোয়া করার আহ্বান জানান।
দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের দৃঢ়তা ও গভীর আবেগ পুরো পরিবেশকে ভারাক্রান্ত করে তোলে। মাঠজুড়ে গ্রামের সাধারণ মানুষ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ, বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত ও আন্তরিক উপস্থিতি অনুষ্ঠানকে আরও ভাবগম্ভীর ও আবেগময় করে তোলে। বিশেষভাবে, কমবয়সী হাফেজ ও কোরআন শিক্ষার্থী শিশুদের অংশগ্রহণ পুরো পরিবেশকে পবিত্র ও হৃদয়স্পর্শী করে তোলে।
* উপজেলা বিএনপি: যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমদ, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, আইন সম্পাদক মশিউর রহমান, সহ তথ্য সম্পাদক আতাউর রহমান আতা।
* বেনাপোল পৌর বিএনপি: সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ।
* যুবদল: জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক আল-মামুন বাবলু।
* স্বেচ্ছাসেবক দল: আহবায়ক রাকিবুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান।

 

 

IMG 20251203 WA0088
* অন্যান্য ইউনিয়ন বিএনপি: কায়বা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি শহিদুল ইসলাম, বাগ আচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, পুটখালি ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওলিয়ার রহমান।
* ছাত্রদল: যশোর জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহানুর রহমান শাওন, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ বিপ্লব মন্ডল, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইনজামামুল হক, শার্শা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, এবং বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন।
এছাড়াও শার্শা থানা বিএনপি, কায়বা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ–সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি অনুষ্ঠানকে আরও গভীর ও ভাবগম্ভীর করেছে।)

আরো পড়ুন

সর্বশেষ