বেনাপোল, যশোর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে নির্বাচনী প্রস্তুতি জোরদার এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বেনাপোল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নামাজগ্রাম ও দুর্গাপুর এলাকায় এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
তৃপ্তির বার্তা: গণতন্ত্র ফেরাতে ‘ধানের শীষ’কে ঐক্যবদ্ধভাবে জেতাতে হবে
বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি বৈঠকে উপস্থিত হয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে এলাকার সমস্যা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় করেন।
তিনি বলেন:
> “বিএনপি উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করে। ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে হাতে হাত রেখে কাজ করতে হবে।”
>
স্থানীয় নেতৃত্বের সমাবেশ
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মোঃ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ মজিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
স্থানীয় নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানান, শার্শা-যশোর ১ আসনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে তারা সর্বাত্মকভাবে মাঠে নেমেছেন। জনগণের সাথে নিবিড় যোগাযোগ বাড়াতে এবং তৃণমূলের শক্তিকে একত্রিত করতে ধারাবাহিকভাবে এমন উঠান বৈঠকের আয়োজন করা হবে।
উপস্থিত ছিলেন (অন্যান্য):
* শার্শা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক: তাজ উদ্দিন
* তথ্য গবেষণা বিষয়ক: আতাউর রহমান আতা
* পৌর বিএনপির সহ-সভাপতিগণ: সাহাবুদ্দিন, সাহাদুর রহমান খোকন, নাসিমুল গনি বল্টু, ইদ্রিস, আবদার রহমান মালেক
* পৌর বিএনপির যুগ্ম সম্পাদক: মোঃ রেজাউল করিম, মেহেরুল্লাহ
* সংগঠন সম্পাদক: আহাদ, অর্থ সম্পাদক: সামাদ আলি আলী
* অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ: শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।জ
নামাজগ্রাম ও দুর্গাপুরে নির্বাচনী প্রস্তুতিতে গতি: ‘ধানের শীষ’কে জেতাতে মফিকুল হাসান তৃপ্তির ঐক্যের আহ্বান

