আহত মায়ের রক্ত দেখে ছেলের হার্ট অ্যাটাক, মৃত্যু

আরো পড়ুন

, যশোর: যশোরে এক মর্মান্তিক ঘটনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মাকে হাসপাতালে দেখতে এসে রক্তাক্ত দৃশ্য দেখে হার্ট অ্যাটাক করে মারা গেছেন ছেলে। সোমবার (১৭ নভেম্বর ২০২৫) বিকেলে যশোর জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম পলাশ ধর (৪৫)। তাঁর মা, আহত সিমা ধর (৬৫), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডাইনিং সহকারী হিসেবে কর্মরত।
দুর্ঘটনার প্রেক্ষাপট
পুলিশ জানায়, বিকেল ৪টার দিকে সিমা ধর বেজপাড়ার বাসা থেকে সিএনজিযোগে কর্মস্থলের দিকে যাচ্ছিলেন। কোতোয়ালি থানার চুড়ামনকাটি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি অ্যাম্বুলেন্স সিএনজি গাড়িটিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করে।
রক্ত দেখে পুত্রের আকস্মিক মৃত্যু
মাকে দেখতে হাসপাতালে আসেন তাঁর ছেলে পলাশ ধর। মায়ের রক্তাক্ত শরীর দেখে তিনি হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পলাশ ধরকে জরুরি বিভাগে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেন এবং নিশ্চিত করেন যে, হার্ট অ্যাটাক-এ তাঁর মৃত্যু হয়েছে।
এই দ্বিগুণ শোকে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সিমার চিকিৎসা এখনো চলছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত অজ্ঞাত অ্যাম্বুলেন্সটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আরো পড়ুন

সর্বশেষ