আজ শনিবার সকালে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১২৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটককৃতরা হলেন:
* ভারতের পশ্চিমবঙ্গের নাদনঘাট থানার ধোবা গ্রামের ইন্দ্রজিৎ হালদার (মৃত পরিতোষ হালদারের ছেলে)।
* সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের জাহাঙ্গীর আলম (নগনি গাইনের ছেলে)।
বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে দুর্গাপূজা উপলক্ষে এই ফেনসিডিল ও মদ ভারত থেকে ঢাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।

