আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ২৭ মিনিটে বাংলাদেশের যশোর জেলার মনিরামপুর উপজেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৫।
উৎপত্তিস্থল ও প্রতিক্রিয়া
আবহাওয়া অধিদফতর নিশ্চিত করেছে যে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মনিরামপুরেই। মাত্রায় স্বল্পতা থাকায় তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মুহূর্তিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মনিরামপুরের পার্শ্ববর্তী সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার একজন বাসিন্দা এবং শিশু নিলয় ফাউন্ডেশনের ফিনান্স অফিসার বায়জিদ হোসেন তাঁর অভিজ্ঞতার কথা জানান। তিনি বলেন, “আমি তখন অফিসে ছিলাম। হঠাৎ অফিসের চেয়ারে বসে মনে হলো পড়ে যাচ্ছি। প্রথমে ভেবেছিলাম মাথা ঘুরছে, পরে ফ্যানের দিকে তাকাই। এরপর জানতে পারি ভূমিকম্প হয়েছে।”
চলতি মাসে তৃতীয় কম্পন
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে অনুভূত হওয়া এটি তৃতীয় ভূমিকম্পের ঘটনা।
* এর আগে ১৪ সেপ্টেম্বর, ভারতের আসাম রাজ্যে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল, যার প্রভাব বাংলাদেশের উত্তরাঞ্চলেও টের পাওয়া যায়।
* এরপর ২১ সেপ্টেম্বর, সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতকে ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়।
যশোরে মৃদু ভূমিকম্প: মনিরামপুরে উৎপত্তিস্থল, রিখটার স্কেলে মাত্রা ৩.৫

