যশোর: মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতিসহ চারজন নেতার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সমবায় অধিদপ্তরের খুলনা বিভাগীয় যুগ্ম নিবন্ধকের তদন্ত প্রতিবেদনে এই অনিয়ম প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন সাবেক সভাপতি রেজাউল ইসলাম, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক এবং কার্যনির্বাহী সদস্য শহিদুল ইসলাম ও মনির উদ্দিন আহমেদ। বর্তমান কমিটির সভাপতি লোকমান হোসেনসহ চারজন নেতার অভিযোগের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠিত হয়। তাদের অভিযোগে বলা হয়, এই চারজন নেতা সমবায় সমিতির আইন, বিধি এবং উপবিধি লঙ্ঘন করে আর্থিক অনিয়ম ও স্বেচ্ছাচারিতা করেছেন।
খুলনা বিভাগীয় নিবন্ধকের কাছে পাঠানো অভিযোগটি তদন্তের দায়িত্ব পান যশোর জেলা সমবায় কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। দুই মাস তদন্ত শেষে গত ১০ সেপ্টেম্বর তিনি তার প্রতিবেদন দাখিল করেন। এরপর যুগ্ম নিবন্ধক মোহাম্মদ নূরুন্নবী প্রতিবেদনটি যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।
যুগ্ম নিবন্ধকের প্রতিবেদনে বলা হয়, ২০১১ সালের ডিসেম্বর থেকে ২০১৩ সালের জানুয়ারি পর্যন্ত সাবেক ব্যবস্থাপনা কমিটি সমিতির উপদেষ্টা নিয়োগ করে এবং তাকে ২৪ হাজার ৮০০ টাকা সম্মানী দেয়। এটি সমবায় সমিতি বিধিমালা ২০০৪ (সংশোধন ২০২০)-এর বিধি ৩৭-এর পরিপন্থী। কারণ, সমিতির উপ-আইনে উপদেষ্টা নিয়োগ বা তাদের ভাতা প্রদানের কোনো নির্দেশনা নেই। আইন লঙ্ঘন করে উপদেষ্টা নিয়োগ এবং তাকে ভাতা প্রদান করায় সমিতির আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এই আর্থিক ক্ষতির জন্য দায়ী সাবেক কমিটির চার নেতার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বর্তমান কমিটিকে সমবায় সমিতি আইন ও বিধিমালা অনুসরণ করে সমিতি পরিচালনারও নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, বর্তমান কমিটির সভাপতি লোকমান হোসেন ছাড়াও সম্পাদক সাজ্জাদুল আলম মনা, নির্বাহী সদস্য আয়ুব হোসেন এবং শামীমা আক্তার সাবেক ওই কমিটির নেতাদের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন।

