শার্শার গিলাপোলে ৮ম শ্রেণির ছাত্র বলাৎকারের অভিযোগে আটক ১

আরো পড়ুন

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের গিলাপোল গ্রামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মনিরুল ইসলাম মনি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে তাকে আটক করা হয়।

ঘটনার শিকার ওই ছাত্রের মা বুধবার সকালে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ সেপ্টেম্বর দুপুরে উলাশী গিলাপোল আরআরএফ বর্ণমালা স্কুলের টিফিনের সময় অভিযুক্ত মনিরুল ইসলাম স্কুলে গিয়ে এক শিক্ষার্থীর মাধ্যমে ভুক্তভোগীকে বাইরে ডেকে আনেন। এরপর কৌশলে মোটরসাইকেলে করে তাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে বলাৎকার করেন বলে অভিযোগ করা হয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্তকে আটক করা হয়েছে। যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, এটি একটি জঘন্য অপরাধ। ভুক্তভোগীকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ