বাংলাদেশে চীনের বিনিয়োগ বেড়েছে ৩০০%: বাণিজ্য উপদেষ্টা

আরো পড়ুন

বাংলাদেশে চীনের বিনিয়োগ গত কয়েক বছরে ৩০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তার মতে, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ আরও দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করতে সক্ষম হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’–এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রদর্শনীটি আয়োজন করেছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস। এতে বাংলাদেশের ৮টি এবং চীনের ৩২টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। অবকাঠামো, প্রযুক্তি, টেলিকম, স্বাস্থ্য, কৃষি, শক্তি, পরিবহন ও লজিস্টিকসসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। প্রদর্শনীটি ১২ ও ১৩ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

শেখ বশির উদ্দিন বলেন, “আমাদের দুর্বলতা খুঁজে বের করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে আমরা আরও এগিয়ে যেতে পারব।”

তিনি আরও উল্লেখ করেন, তৈরি পোশাক খাতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিক শিল্পখাতে এখনো পিছিয়ে আছে। তাই উৎপাদনশীলতা ও গুণগত মান বাড়াতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময় অত্যন্ত জরুরি।

বাংলাদেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি ঘটে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা একে “ভয়াবহ” হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, সড়ক অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থা আধুনিকায়নে চীনের সহযোগিতা নেয়া হবে। একইসঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পরিবহন সক্ষমতা বাড়ানো ও নিরাপদ সড়ক নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

এসময় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন রেসিপ্রোকল ট্যারিফ আলোচনার প্রসঙ্গও উল্লেখ করেন। জানান, আগামী রোববার যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। সেখানে দুই দেশের মধ্যে ট্যারিফ কাঠামো আরও সমন্বিত করার বিষয়ে আলোচনা হবে।

আরো পড়ুন

সর্বশেষ