সরকার পতনের পর প্রায় এক বছর স্থবির থাকার পর আবারও সক্রিয় হয়ে উঠেছে স্বর্ণ পাচারকারী চক্র। বিশেষ করে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত ব্যবহার করে ফের শুরু হয়েছে স্বর্ণ চোরাচালান। গত এক মাসে একাধিক অভিযানে বিপুল পরিমাণ সোনা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুধু যশোরেই গত সপ্তাহে ৪৯ বিজিবি ১৫টি সোনার বার উদ্ধার করেছে। এর আগে আরও ৩৬টি বার জব্দ হয়। এগুলোর বাজারমূল্য ১১ কোটি টাকার বেশি। চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, ঝিনাইদহ মহেশপুর ও বেনাপোল সীমান্ত থেকেও বিজিবি ৬৭টি স্বর্ণবার জব্দ করেছে, যার মূল্য প্রায় ১২ কোটি টাকা। এসব অভিযানে বেশ কয়েকজন বহনকারী আটক হলেও মূল হোতারা এখনো ধরা-ছোঁয়ার বাইরে।
তথ্যমতে, গত বছরের সরকার পতনের পর আওয়ামী ঘরানার চোরাকারবারীরা কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। তবে সম্প্রতি পুরনো সিন্ডিকেটের পাশাপাশি নতুন নতুন সিন্ডিকেটও আবার সক্রিয় হয়েছে। যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, মেহেরপুর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার সীমান্ত আবারও পাচারের রুট হিসেবে ব্যবহার হচ্ছে।
সাম্প্রতিক অভিযানের মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো—
- ১৮ আগস্ট: যশোর সদরের হামিদপুর থেকে দুই পাচারকারীসহ ৫টি স্বর্ণবার (মূল্য প্রায় ১.২২ কোটি টাকা) উদ্ধার।
- ১৯ আগস্ট: রাজারহাট বাসস্ট্যান্ড থেকে আফছার আলী নামে এক পাচারকারীর কাছ থেকে ৫টি স্বর্ণবার (৯৭ লাখ টাকার বেশি) জব্দ।
- ২১ আগস্ট: মুড়লিমোড় এলাকা থেকে রুবেল নামে এক ব্যক্তির কোমরে লুকানো ৫টি বার উদ্ধার (মূল্য ৮৬ লাখ টাকা)।
- ২৮ আগস্ট: কোদালিয়া ও তারাগঞ্জ বাজারে পৃথক অভিযানে ৩৬টি বার উদ্ধার (মূল্য প্রায় ৮ কোটি টাকা)।
- ২৬ জুলাই: ঝিনাইদহ মহেশপুর থেকে ৩১টি বার (মূল্য ৫.৮৩ কোটি টাকা) জব্দ।
- ৭ আগস্ট: চুয়াডাঙ্গার দর্শনায় পুকুর থেকে ২১টি বার উদ্ধারের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়।
বিজিবির দাবি, উদ্ধার হওয়া সোনার বাইরে আরও কয়েকগুণ বেশি সোনা ভারতে পাচার হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও মূলত বহনকারীরা ধরা পড়ছে, অথচ প্রকৃত গডফাদাররা অদৃশ্য রয়ে গেছে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, বিশেষ গোয়েন্দা নজরদারি ও অভিযানের ফলে নিয়মিত স্বর্ণ ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। তিনি আশ্বাস দেন, সীমান্তে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।
👉 সব মিলিয়ে বোঝা যাচ্ছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত আবারও স্বর্ণ চোরাচালানের হটস্পটে পরিণত হচ্ছে।

