বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চারদিনব্যাপী কর্মসূচির মাধ্যমে যশোর জেলা বিএনপি মাঠে নেমেছে। রোববার থেকে শুরু হওয়া এ কর্মসূচির প্রথম দিনেই শতশত নেতাকর্মীর অংশগ্রহণে শক্ত অবস্থান প্রদর্শন করেছে দলটি।
রোববার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, “নির্বাচন হলো মতপ্রকাশের স্বাধীনতার পথ। গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকলে দেশ উন্নতির পথে এগোবে। সে ক্ষেত্রে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই।” তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে সামনে রেখে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বিএনপি গঠন করেছিলেন। সেই লক্ষ্য বাস্তবায়নে বিএনপি অবিচলভাবে কাজ করছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, “বিএনপি না থাকলে বাংলাদেশ হয়তো আজ স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারত না। জনগণের ভোটেই ঠিক হবে রাষ্ট্র কে চালাবে, আর সেই অধিকার রক্ষায় বিএনপি মাঠে আছে এবং থাকবে।”
সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. মো. ইসহাক ও মিজানুর রহমান খান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, আজ (রোববার) জেলাসহ সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সমাবেশ ও র্যালির আয়োজন করা হয়েছে। বিকাল তিনটায় টাউন হল ময়দান থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, আগামী ৩ সেপ্টেম্বর বুধবার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে র্যালি বের করা হবে। এ ছাড়া চারদিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে।করি?

