ভারতে পাচারের শিকার ১৭ বাংলাদেশি কিশোর-কিশোরীকে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট হয়ে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা, উপজেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের প্রতিনিধি।
ফেরত আসা ১৭ জনের মধ্যে ৭ জন কিশোর ও ১০ জন কিশোরী। তাদের বাড়ি গোপালগঞ্জ, বাগেরহাট, কিশোরগঞ্জ, নড়াইল, গাজীপুর, চাঁপাইনবাবগঞ্জ ও লক্ষ্মীপুরসহ বিভিন্ন জেলায়।
সীমান্ত থেকে তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে জাস্টিস অ্যান্ড কেয়ার, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও রাইটস যশোরসহ তিনটি এনজিও। জানা যায়, বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তারা ভারতীয় পুলিশের হাতে আটক হয়েছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে তাদের বিভিন্ন সরকারি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে হওয়ায় অনেকেরই দুই থেকে তিন বছর হোমে থাকতে হয়েছে। অবশেষে বাংলাদেশ-ভারত সরকারের স্বদেশ প্রত্যাবাসন প্রক্রিয়ার মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।
যশোর জেলা মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসা কিশোর-কিশোরীদের পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে তাদের আইনি সহায়তাও দেওয়া হবে।

