যশোরের বেনাপোল পোর্ট থানার পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
আটক ব্যক্তির নাম রমজান মোড়ল (৪৮), তিনি শার্শা থানার পাঁচভুলোট গ্রামের বাসিন্দা ও মৃত আকবর মোড়লের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে বারপোতা গ্রামের কদমতলা-টু-বারপোতা সড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় রমজানের দুই পায়ের সঙ্গে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া জানান, আটক রমজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

