ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ আল-আকসা মসজিদ, পশ্চিম প্রাচীর এবং সমগ্র পশ্চিমতীরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণের হুমকি দিয়েছেন। রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, টেম্পল মাউন্ট ও পশ্চিম দেওয়াল আবারও ইসরাইলের পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।”
তিনি আরও বলেন, “জেরুজালেম ও আল-আকসা মসজিদে ইসরাইলের পূর্ণ দখলদারিত্ব আরও শক্তিশালী করা হবে। আমাদের বিরুদ্ধে যেসব ঘৃণাকারী রয়েছে, তাদের প্রতিহত করাই এখন লক্ষ্য।”
একইদিন ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করেন—যা আন্তর্জাতিক আইন অনুযায়ী ইহুদিদের জন্য নিষিদ্ধ। তার এই কার্যকলাপে সৌদি আরব কড়া প্রতিবাদ জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, “ইসরাইলি কর্মকর্তাদের এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড অঞ্চলজুড়ে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে।”

