যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় চাঁদাবাজির মামলায় আব্দুর রহমান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দুপুরে তাকে নিজ এলাকা বাগআঁচড়া থেকে আটক করা হয়। গ্রেফতারকৃত আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা টুটুল ড্রাইভারের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২১ জুলাই দুপুরে বাগআঁচড়া বাজারের ব্যবসায়ী রুহুল আমিনের ছেলে মাসুদ পারভেজ রিজভী (২১) কলেজ রোড দিয়ে বাজারে যাওয়ার পথে আব্দুর রহমানসহ ৮–১০ জন যুবক তার গতিরোধ করে। এ সময় তারা রিজভীকে ভয়ভীতি দেখিয়ে বলে, “তোর বাবা তো বড় ব্যবসায়ী, আমাদের তিন লাখ টাকা চাঁদা দিতে হবে। না দিলে তোদের যেখানে পাবো, সেখানেই পিটাবো।”
এই হুমকির পাশাপাশি রিজভীকে মারধরও করা হয়। পরদিন ভুক্তভোগীর বাবা রুহুল আমিন শার্শা থানায় প্রধান অভিযুক্ত আব্দুর রহমানসহ অজ্ঞাত ৮–১০ জনকে আসামি করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, “মামলার পরপরই অভিযানের মাধ্যমে প্রধান অভিযুক্ত আব্দুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”

