চৌগাছায় পৃথক ঘটনায় যুবক ও কিশোরের মৃত্যু,

আরো পড়ুন

যশোরের চৌগাছা উপজেলায় পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় এক যুবক ও এক কিশোর নিহত হয়েছেন। রোববার (২০ জুলাই) এই দুটি দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রথম ঘটনাটি ঘটেছে উপজেলার ছোট কাকুড়িয়া গ্রামে। দুপুর ২টা ১৫ মিনিটে পাশের এক বাড়িতে গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু আহম্মেদ (১৮)। অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে তিনি অচেতন হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রাজু ওই গ্রামের শফিউদ্দিনের ছেলে এবং কৃষিকাজে নিয়োজিত ছিলেন।

অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মৃত্যু হয়েছে নাঈম হোসেন (২০) নামের এক যুবকের। তিনি মির্জাপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে।

জানা যায়, শনিবার (১৯ জুলাই) বিকেল ৫টার দিকে কান্দিবাজার এলাকায় মোটরসাইকেল চালানোর সময় পেছন থেকে একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে যশোর জেনারেল হাসপাতাল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১টা ৩০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ