যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ মেহেদী হাসান হৃদয় খান নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার সকালে নওয়াপাড়া পৌরসভার ড্রাইভারপাড়া এলাকা থেকে তাকে ও তার তিন সহযোগীকে আটক করা হয়।
গ্রেফতার হৃদয় খান নওয়াপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও একাধিক মামলার আসামি। যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জরুল হক ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুরগির খোপ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করা হয়।
তার দেয়া তথ্যের ভিত্তিতে আটক আরও তিনজন হলেন—বিল্লাল হোসেন (ড্রাইভারপাড়া), হুরাইরা (বুইকরা) ও মিন্টু (কলাগাছি)। পুলিশ জানিয়েছে, তারা নওয়াপাড়া পৌর কৃষকদল নেতা তরিকুল ইসলাম হত্যা মামলার সন্দেহভাজন।
গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

