যশোরে ধলগাঁ থেকে ১১ স্বর্ণবারসহ তিন পাচারকারী আটক

আরো পড়ুন

যশোরের বাঘারপাড়ার ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি। রোববার (১৪ জুলাই) ভোর ৪টা ৩০ মিনিটে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার চরচারকলা গ্রামের মৃত জিলু মিয়ার ছেলে আতা এলাহি জীবন, গাজীপুর জেলার পূর্ব বাগবাড়ী গ্রামের আহমদ আলীর ছেলে আবুল কালাম আজাদ এবং বগুড়ার শেরপুর উপজেলার রানিরহাট গ্রামের রামপ্রসাদ মন্ডল, পিতা সুচিত্র লাল মন্ডল।

অভিযানে তাদের কাছ থেকে মোট ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের ১১টি স্বর্ণবার এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটককৃতরা স্বর্ণগুলো যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের পরিকল্পনায় ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণসহ তাদের আটক করা হয়েছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর বাঘারপাড়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ