যশোরের চৌগাছা উপজেলার পুড়াহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে বড় ভাই রবিউল ইসলামকে হত্যার ঘটনায় পলাতক ছোট ভাই ইব্রাহিম খলিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে তাকে আটক করে চৌগাছা থানা পুলিশ।
আটক ইব্রাহিম খলিল চৌগাছার পুড়াহুদা গ্রামের রফি উদ্দিন বিশ্বাসের ছেলে। রোববার (৬ জুলাই) দুপুরে তাকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পারিবারিক জমি বন্ধক দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে রবিউল ও ইব্রাহিমের মধ্যে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে গত ১৪ জুন বেলা ১১টার পর ইব্রাহিম খলিল হঠাৎ রবিউলের ওপর হামলা চালান। তিনি গরু জবাইয়ের ছুরি দিয়ে রবিউলের দিকে আঘাত করেন। রবিউল হাত দিয়ে ঠেকাতে গেলে তার একটি হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে বুকেও একাধিক ছুরিকাঘাত করে পালিয়ে যান ইব্রাহিম।
রক্তাক্ত অবস্থায় রবিউলকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রবিউলের ছেলে খালিদ হাসান চৌগাছা থানায় ইব্রাহিম খলিলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই উত্তম কুমার মণ্ডল বলেন, “হত্যাকাণ্ডের পর ইব্রাহিম আত্মগোপনে চলে যান। বিভিন্ন সূত্রে তথ্য পেয়ে শনিবার রাতে মহেশপুরের পুড়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”

