স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষার দাবিতে যশোরে জাতীয় সংগীত পরিবেশন ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ কর্মসূচির আয়োজন করে “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় সম্পদ রক্ষা আন্দোলন কমিটি”।
প্রথমে শতাধিক কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনাকে বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার চক্রান্ত বন্ধ করতে হবে। রাখাইনে কথিত ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার নামে জাতীয় স্বার্থবিরোধী পরিকল্পনা প্রতিহত করতে হবে। পাশাপাশি দেশে চলমান মব সন্ত্রাস, ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
আয়োজক সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মাহমুদুল হাসান বুলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, বাম রাজনীতিবিদ শাহজান আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাসুদেব বিশ্বাস, সানোয়ার আলম খান দুলু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ইমরান খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু।

