যশোরে শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা আহত

আরো পড়ুন

যশোরের কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের কমলাপুর গ্রামে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পরিবারের বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখসহ দুজন আহত হন। মঙ্গলবার (২৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্থানীয় সাদ্দাম হোসেনের মেয়ে তাসলিমা খাতুন ও প্রতিবেশী আমিনুর রহমান দফাদারের ছেলে শিহাব হোসেন খেলার সময় ঝগড়ায় জড়িয়ে পড়ে। এরপর দুই পরিবারের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি মীমাংসায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মঙ্গলবার রাতে শহিদুল ইসলামের চায়ের দোকানের সামনে সালিশ বসান।

সালিশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি এবাদুল শেখ। সেখানে সিদ্ধান্ত আমিনুর দফাদারের বিপক্ষে গেলে তিনি ক্ষিপ্ত হয়ে এবাদুল শেখকে লাথি মারেন ও ছুরি দিয়ে আঘাতের চেষ্টা করেন। এ সময় পাশে থাকা তুহিন মোড়ল ছুরির কোপে গুরুতর আহত হন। তাকে দ্রুত কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর উত্তেজিত জনতা আমিনুর রহমান ও তার পিতা আব্দুস সালাম দফাদারের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন মুকুল জানান, এবাদুল শেখ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে তুহিন মোড়লের অবস্থা আশঙ্কাজনক। খুলনায় তার অপারেশনের প্রস্তুতি চলছে। পরিবার থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

এ বিষয়ে কেশবপুর থানার ডিউটি অফিসার এসআই আসমত আলী জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ