যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামে অভিযান চালিয়ে একটি তক্ষক সাপসহ দুই বন্যপ্রাণী পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন—করিম হোসেন (৪৮) ও মামুনুর রশীদ (৪২)।
মঙ্গলবার (২০ মে) দুপুর ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম।
এর আগে সোমবার (১৯ মে) রাত ১০টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হযরত আলী ও মো. সোহানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন। পরে করিম হোসেনের বসতঘরে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাস্কেটে রাখা তক্ষক সাপটি উদ্ধার করা হয়।
আটক করিম হোসেন ওই গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে এবং মামুনুর রশীদ মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
পুলিশ জানায়, করিম হোসেনের বিরুদ্ধে একই অপরাধে শার্শা থানায় আরও একটি মামলা রয়েছে।
এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আটক দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কেএম রবিউল ইসলাম।

