- ভারতে পালিয়ে যাওয়ার সময় কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক জামিল আহম্মেদকে (৪২) বেনাপোল ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (১৯ মে) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আহমেদ জানান, জামিল আহম্মেদ পাসপোর্টে বহির্গমন সিলের জন্য ইমিগ্রেশন ডেস্কে গেলে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে অনলাইনে যাচাই করে দেখা যায়, তার নাম স্টপ লিস্টে রয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, জামিল আহম্মেদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এরপর আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেপ্তার দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্ত ও মামলার কার্যক্রম যথানিয়মে চলবে।

