খুলনা, ১৭ মে: খুলনার ডুমুরিয়ায় একটি তেলবাহী ট্যাংকলরির সঙ্গে যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার ফায়ার সার্ভিস অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
খর্নিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মন্ডল জানান, নিহতদের মধ্যে মাহিন্দ্রার চালক ও দুইজন যাত্রী রয়েছেন। তবে দুপুর পর্যন্ত তাদের নাম ও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, খুলনাগামী মাহিন্দ্রা গাড়িটি ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চুকনগরগামী তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
দুর্ঘটনায় আরও তিন থেকে চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন এসআই শিমুল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

