যশোরের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তালের রস খেয়ে অসুস্থ হয়ে এসএসসি পরীক্ষার্থীসহ ছয়জন ভর্তি হয়েছেন। অসুস্থদের সকলের বাড়ি পাশের মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামে।
হাসপাতালে ভর্তি হওয়া রোগীরা হলেন- মনোহরপুর গ্রামের জালাল সরদারের মেয়ে এসএসসি পরীক্ষার্থী জেসমিন নাহার (১৬), বাবুল বিশ্বাসের স্ত্রী নূরুন নাহার (৩৮) ও ছেলে বদিরুজ্জামান মুন্না (১৮), ইব্রাহিম আলমের মেয়ে তাহাসিনা জান্নাত তোয়া (৪), মারুফ হোসেনের ছেলে জান্নাতুল ফেরদৌস (৬) এবং মাসুদ সরদারের ছেলে মাহফুজ হোসেন (৪)।
সরেজমিনে রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বজনদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মনোহরপুর বাজার থেকে তালের রস কিনে খেয়েছিলেন তারা। পরদিন শুক্রবার সকাল থেকে তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা ও জ্বর দেখা দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার উন্নতি না হওয়ায় শনিবার তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন নূরুন নাহার জানান, তার ছেলে বাজার থেকে তালের রস খেয়ে বোতলে ভরে বাড়িতে এনেছিল। পরিবারের সদস্যরা সেই রস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা খারাপ হলে হাসপাতালে ভর্তি হন। এখন অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
এ বিষয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর জানান, ভর্তি হওয়া রোগীরা বর্তমানে আশঙ্কামুক্ত। এর মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

