যশোর শহরের ষষ্ঠিতলা বুনোপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে এক কেজি গাঁজাসহ রুবেল হোসেন শেখ (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি ওই এলাকার মোস্তফা শেখের ছেলে। অভিযানের সময় মনিরুল ইসলাম (২৮) নামে এক মাদক বিক্রেতা পালিয়ে যায়। সে একই এলাকার আব্দুল খালেকের ছেলে।
কোতোয়ালি থানার এসআই জাহিদুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মনিরুল ছাদ দিয়ে পালিয়ে যায়। তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পরে ঘটনাস্থল থেকে রুবেল হোসেনকে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে আরও আধা কেজি গাঁজা এবং একটি ডিজিটাল ওজন মাপার যন্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় মনিরুল ইসলাম ও রুবেল হোসেন শেখের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

