যশোরে পিচ্চি রাজাকে ধরতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-মাদকসহ আটক ৪

আরো পড়ুন

 

হত্যাসহ ২১টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী পিচ্চি রাজাকে ধরতে যশোরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। সোমবার রাতে শহরের রেলগেট পশ্চিমপাড়া ও কলাবাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। তবে অভিযান চলাকালে কৌশলে পালিয়ে যায় পিচ্চি রাজা। অভিযানে তার চার সহযোগীকে দেশীয় অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. আবুল হাসনাত খান জানান, পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথবাহিনী অভিযানে অংশ নেয়। নেতৃত্বে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবিব।

অভিযানে রেলগেট পশ্চিমপাড়া এলাকা থেকে পিচ্চি রাজার চার সহযোগী—শান্ত ইসলাম (১৯), রাকিব হাসান সাদিক (১৯), শেখ সোহেল রানা (২০) এবং খালিদ বিন ওয়ালিদ ওরফে নাইম (২০)—কে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬টি ছোট দা এবং ৩২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, আটক চারজন ও পলাতক পিচ্চি রাজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং দ্রুত বিচার আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী থানার এসআই অমৃত লাল দাস। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের মতে, পিচ্চি রাজা (২৮) রেলগেট পশ্চিমপাড়া ও কলাবাগান এলাকার ত্রাস হিসেবে পরিচিত। তিনি মজিবর নামের একজনের ছেলে। সম্প্রতি রমজান হত্যা মামলায় আটক হয়ে কারাগারে ছিলেন এবং গত ৬ এপ্রিল জামিনে মুক্তি পান। মুক্তির পরদিন রাতেই তিনি ও তার সহযোগীরা কলাবাগান এলাকায় তাণ্ডব চালিয়ে ছয়টি টিনের বাড়ি কুপিয়ে ক্ষতিগ্রস্ত করেন ও তিনটি বাড়ি থেকে মালামাল লুট করেন। পরদিন নিহত রমজানের ভাই সবুজ ও তার স্ত্রী ফারজানাকে মারধর করেন পিচ্চি রাজা ও তার মা শ্যামলীসহ আরও কয়েকজন।

ওসি আবুল হাসনাত খান আরও জানান, পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, অস্ত্র এবং দ্রুত বিচার আইনের আওতায় মোট ২১টি মামলা রয়েছে। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ