যশোর শহরের রেলবাজার গাড়োয়ানপট্টিতে ওসমান রোহিত (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে বুদ্ধিপ্রতিবন্ধী এক নারীকে (৩৫) প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। এর ফলে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে ওসমান রোহিতের পক্ষের একটি সন্ত্রাসী দল ভুক্তভোগীর পক্ষে থাকা স্থানীয় লোকজনকে হুমকি দিচ্ছে। এ ঘটনায় কোতয়ালি থানায় দুটি আলাদা অভিযোগ দায়ের হয়েছে।
অভিযুক্ত ওসমান রোহিত পাবনার ঈশ্বরদীর আক্কেল ঢালীর ছেলে এবং বর্তমানে যশোর রেলস্টেশনের মোবাইল ফোন টাওয়ারের পাশে বসবাস করেন। এলাকায় তিনি জনৈক হজু মোল্লার পালিত ছেলে হিসেবে পরিচিত।
ভুক্তভোগী নারীর বড় বোন থানায় দায়ের করা অভিযোগে জানিয়েছেন, ওসমান রোহিত তাদের বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন এবং তার সহজসরল ও বুদ্ধিপ্রতিবন্ধী ছোট বোনকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্নভাবে তাকে হুমকি দেন।
স্থানীয়রা জানান, ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বুধবার স্থানীয়রা অভিযুক্ত রোহিতকে জিজ্ঞাসাবাদ করলে তিনি শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং ওসমান রোহিত ওই নারীকে বিয়ের আশ্বাস দিলে পুলিশ চলে যায়।
অন্যদিকে, একই এলাকার মৃত রেজাউল ইসলামের ছেলে সাইফুল ইসলাম থানায় দেওয়া আরেকটি অভিযোগে উল্লেখ করেছেন, ভুক্তভোগীর পক্ষে অবস্থান নেওয়ায় সন্ত্রাসীরা তাদের ওপর ক্ষুব্ধ হয়েছে। বুধবার সন্ধ্যায় রোহিতের পক্ষে থাকা সন্ত্রাসী লিয়ন, সম্রাট ও সুমনসহ ২০-২৫ জন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
যশোর কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে এবং যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

