যশোরে ব্যবসায়ীকে অপহরণ করে ৩ লাখ টাকা লুটের অভিযোগ

আরো পড়ুন

যশোর সদর উপজেলার গোবরা আজমতপুর গ্রামে আব্দুল আজিজ (৬০) নামে এক কীটনাশক ব্যবসায়ীকে অপহরণের পর সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারধর করেছে। আহত আজিজ লেবুতলা ইউনিয়নের দলেননগর গ্রামের মৃত হাজী গনি মন্ডলের ছেলে এবং তার বাড়ির সাথে একটি কীটনাশকের দোকান রয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহতের ছেলে জাহিদুল হাসান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার বাবা আব্দুল আজিজ খাজুরা বাজারে ব্যবসায়িক কাজে গিয়ে তিন লাখ টাকা নিয়ে আলমসাধুতে করে দোকানে ফিরছিলেন। পথিমধ্যে গোবরা আজমতপুর পৌঁছালে একটি সাদা রঙের প্রাইভেটকার তার আলমসাধুর গতিরোধ করে। এসময় রাজাপুর গ্রামের রফিকুল ইসলাম, রাশেদ, আন্দলপোতা গ্রামের মুক্তার আলীসহ অজ্ঞাত ৭/৮ জন তার বাবাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে মারধর করে। দুপুরে একটি ফাঁকা স্ট্যাম্পে হাতের টিপসই নিয়ে তার বাবাকে লেবুতলা ব্রিজের ওপর ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ ঘটনায় এখনো কোনো গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি। পুলিশ তদন্ত করছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আরো পড়ুন

সর্বশেষ