যশোরের কোতোয়ালি থানায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় তার মা-মেয়েকে মারধরের অভিযোগে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৬ মার্চ সকাল ১০টার দিকে সদর উপজেলার লেবুতলা বিশ্বাসপাড়ায়।
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা হলেন ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী বুলিনা খাতুন মিতা (৪০) ও তার ছেলে শাকিব হোসেন (১৯)। মামলার এজাহারে ছাত্রীর পালিত মা শাহানারা খাতুন উল্লেখ করেছেন, তার মেয়ে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে শাকিব তাকে প্রায়ই উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। মেয়েটি তার অপমানজনক আচরণে সাড়া না দিলে শাকিব ক্ষুব্ধ হয়ে ওঠে।
৬ মার্চ সকালে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকাকালে শাকিব ওই ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে ও জোর করে তার হাত ধরার চেষ্টা করে। মেয়েটি দৌড়ে বাড়ির ভেতরে গেলে শাকিব পিছু ধাওয়া করে প্রবেশ করে এবং তাকে জোরপূর্বক ধরার চেষ্টা চালায়। এ সময় মেয়েটির চিৎকার শুনে তার মা শাহানারা খাতুন এগিয়ে গেলে শাকিবের মা বুলিনা খাতুনও সেখানে উপস্থিত হন। পরে মা ও ছেলে মিলে মা-মেয়েকে মারধর করেন এবং মেয়েটির গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেন।
চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ভুক্তভোগীরা থানায় অভিযোগ করলে পুলিশ মামলা গ্রহণ করে। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে এবং অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

