চাঁচড়া ইউপি চেয়ারম্যানের জমি দখল নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ

আরো পড়ুন

রযশোরের কোতোয়ালী থানার মাহিদিয়া গ্রামে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার সকালে একদল প্রভাবশালী ব্যক্তি তার পৈতৃক জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে দখল নেওয়ার চেষ্টা চালায়।

এ ঘটনায় চেয়ারম্যানের মা সায়িদা ইয়াসমিন (৬০) কোতোয়ালী থানায় ও সেনাবাহিনির ক্যাম্পে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ অনুযায়ী, সায়িদা ইয়াসমিনের স্বামীর ক্রয়কৃত ৩৬ শতক জমির মধ্যে ৭ শতক জমি আঃ রউফ নামের এক ব্যক্তি কিনেছিলেন। পরবর্তীতে জমির অবস্থান পরিবর্তন করে কৌশলে অন্য জমি দখল করা হয়। বিষয়টি জানাজানি হলে সায়িদা ইয়াসমিনের পরিবার প্রতিবাদ করলে তাদের হুমকি দেওয়া হয়।

সায়িদা ইয়াসমিনের ছেলে, ইউপি চেয়ারম্যান শামীম রেজা, এ বিষয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন।

এর মধ্যেই শুক্রবার সকালে বিবাদীরা আইন অমান্য করে জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা করে। বাধা দিলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হত্যার হুমকি দেয় বলে অভিযোগ করেছেন সায়িদা ইয়াসমিন।

অভিযুক্ত মো. বাবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইউপি চেয়ারম্যান শামীম রেজা জানান, তার বাবার ক্রয়কৃত জমি জোর করে দখল করতে চাচ্ছে বাবুল ও তার সহযোগীরা। তিনি এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজি বাবুল বলেন, “বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন

সর্বশেষ