জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকা আসছেন

আরো পড়ুন

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা সফরে আসছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি চার দিনের সরকারি সফরে বাংলাদেশে আসছেন।

গুতেরেসকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট (ইকে-৫৮৬) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। সেখানে তাকে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অভ্যর্থনা জানাবেন। পরে, তিনি ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্রাম নেবেন।

সফরের কর্মসূচি

শুক্রবার (১৪ মার্চ):

  • সকালবেলায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনরোহিঙ্গা বিষয়ক প্রধান উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ।
  • পরে, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক।
  • বিকেলে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন
  • সেখানে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ।
  • রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ও বিভিন্ন স্থাপনা (ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার, পাট উৎপাদন কেন্দ্র) পরিদর্শন।

শনিবার (১৫ মার্চ):

  • জাতিসংঘের ঢাকা কার্যালয় পরিদর্শন
  • বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন।
  • বাংলাদেশের গভর্নেন্স ও সংস্কার প্রক্রিয়া নিয়ে গোলটেবিল আলোচনা।
  • তরুণদের সঙ্গে সংলাপে অংশগ্রহণ

রোববার (১৬ মার্চ):

  • ঢাকা ত্যাগের আগে ড. খলিলুর রহমান বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন।

এই সফরের মাধ্যমে রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ আকৃষ্ট হবে বলে আশা করা হচ্ছে। গুতেরেসের মতে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দুর্দশা নিয়ে একটি নতুন বৈশ্বিক আলোচনার ক্ষেত্র তৈরি হতে পারে

 

আরো পড়ুন

সর্বশেষ