নোয়াখালীতে নিখোঁজের তিন দিন পর তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার

আরো পড়ুন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সদর উপজেলায় নিখোঁজের তিন দিন পর এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ ধারণা করছে, তিনি ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (১২ মার্চ) দুপুরে নিয়াজপুর ইউনিয়নের করিমপুর গ্রামের কালামিয়া পোল সংলগ্ন একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত তরুণের নাম মনির হোসেন ওরফে কামরুল (২৫)। তিনি করিমপুর গ্রামের নুর নবী গাজীর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বাগানের পাশে অর্ধগলিত মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে এলাকাবাসী ছুটে আসে এবং পুলিশকে খবর দেওয়া হয়।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) শ্রীবাস চন্দ্র দাস জানান, নিহত কামরুল বেকার ছিলেন এবং বেশিরভাগ সময় শ্বশুরবাড়িতে কাটাতেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলে জানা গেছে। মরদেহের পাশে ইঁদুর মারার বিষের প্যাকেট পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে আত্মহত্যার ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাগো/রনি 

আরো পড়ুন

সর্বশেষ