মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটির শারীরিক অবস্থা এখনও সংকটাপন্ন। শিশুটির মা জানিয়েছেন, “তার মেয়ে এখনও নড়াচড়া করছে না। তাকে আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। সবার কাছে দোয়া চাই।”
এ ঘটনায় দায়ের করা মামলার আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, বোনের স্বামী সজিব শেখ ও ভাশুর রাতুল শেখের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। গতকাল তাদের মাগুরা কারাগার থেকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) নেওয়া হয়। ফরেনসিক বিভাগে ডিএনএ ম্যাচিংয়ের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে।
এদিকে, ঘটনার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসির দাবিতে গতকাল ছাত্র-জনতা মাগুরার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছে। স্থানীয় সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “অবিলম্বে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষ করতে হবে। দেশের সব ধর্ষণের বিচার করতে হবে এবং বিচারহীনতার অপসংস্কৃতি বন্ধ করতে হবে।”
এ ঘটনায় স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।