যশোর আদালত চত্তরে টাউট উচ্ছেদ অভিযানে আটক এক যুবক

আরো পড়ুন

যশোর আদালত চত্তর থেকে ফরহাদ নামে এক যুবককে আটক করেছে আইনজীবী সহকারী সমিতির নেতৃবৃন্দ। রোববার (তারিখ উল্লেখ নেই) টাউট উচ্ছেদ অভিযানের সময় তাকে আটক করা হয়। ফরহাদ যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোর্ট কেদারপুর গ্রামের বাসিন্দা।

আইনজীবী সহকারী সমিতির সূত্র জানায়, আদালত চত্তরে অভিযানের সময় ফরহাদকে এক মক্কেলের সঙ্গে কথা বলতে দেখা যায়। সন্দেহ হওয়ায় একটি টিম তার কথাবার্তা গোপনে শোনে। ফরহাদ নিজেকে আইনজীবী সহকারী পরিচয়ে পরিচিত করান এবং একটি কার্ড প্রদর্শন করেন। তিনি দাবি করেন, যেকোনো আসামির জামিন দ্রুত করিয়ে দিতে সক্ষম এবং হাইকোর্টেও তার পরিচিতি রয়েছে। তার ভিজিটিং কার্ডেও আইনজীবী সহকারী পরিচয় লেখা ছিল।

পরবর্তীতে আইনজীবী সহকারী সমিতির টিম ফরহাদকে ধরে সমিতির কার্যালয়ে নিয়ে যায়। তাদের ভাষ্যমতে, ফরহাদসহ আরও কিছু ব্যক্তি আদালত চত্তরে প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

যশোর জেলা আইনজীবী সহকারী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ জানান, টাউট উচ্ছেদ অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে ফরহাদকে আটক করা হয়। তবে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ