চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ জানাল নির্বাচন কমিশন

আরো পড়ুন

নির্বাচন কমিশন আগামীকাল রবিবার (২ মার্চ) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে। তবে গত বছর শুরু হওয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম জুনে শেষ হবে। আইনি জটিলতা থাকলেও নির্বাচনের তফসিলের আগ পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের ভোট দেওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।

২০২৪ সালের ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে নতুন করে যুক্ত হয়েছে ১৮ লাখ ৩৩ হাজার ভোটার, মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৭ লাখ। আপত্তি শুনানি শেষে ২ মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ হতে যাচ্ছে। তবে নতুন ভোটারের সংখ্যা প্রত্যাশিত না হওয়া এবং মৃত ভোটার বাদ না যাওয়ার কারণে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন।

২০২৬ সালের ১ জানুয়ারি যারা ১৮ বছর পূর্ণ করবেন, তারাও এবার ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন। নির্বাচনী কমিশন বলছে, সঠিকভাবে হালনাগাদ হলে প্রায় ৬২ লাখ নতুন ভোটার তালিকায় যুক্ত হবে। ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৪ লাখ ৯২ হাজার নাগরিক নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, আর ১৭ লাখ মৃত ভোটার বাদ পড়েছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ভোটার নিবন্ধন আইনে সংশোধনী আনা হবে, তবে নতুন ভোটারদের জন্য সময়সীমা ঐকমত্যের ভিত্তিতে ঠিক করা হবে। ৩০ জুনের মধ্যে নতুন তালিকা প্রস্তুত হবে।

আরো পড়ুন

সর্বশেষ