ধামরাইয়ের কুমড়াইল এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে, যার ফলে এক দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণের পর আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ অবস্থায় আসিফ (২৪) ও তার স্ত্রী শান্তা (২১) কে উদ্ধার করে। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ধারণা, গ্যাস লিকেজ থেকে জমে থাকা গ্যাস আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের কারণ হতে পারে। বিস্ফোরণে আশপাশের কয়েকটি কক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ দম্পতির গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায়।