মেহেরপুর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

আরো পড়ুন

মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক রোহিঙ্গাসহ ১৪ জন বাংলাদেশিকে পুশব্যাক করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত একটার দিকে বিএসএফ তাদের কাঁটাতারের বেড়া পার করিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, তারা বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন মেয়াদে কারাভোগ করেন। পশ্চিমবঙ্গের বহরমপুর কারাগারে সাজা ভোগের পর বিএসএফ তাদের সীমান্তে এনে ফেরত পাঠায়।

তবে, মুজিবনগর ক্যাম্পের বিজিবি ও স্থানীয় থানা পুলিশ জানিয়েছেন, তারা এ বিষয়ে কিছুই জানেন না।

পুশব্যাক হওয়া বাংলাদেশিদের বাড়ি পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং পিরোজপুর জেলায়। এ ছাড়া, মিয়ানমারের যে নাগরিক ফেরত পাঠানো হয়েছে, তিনি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। সকলেই ইতোমধ্যে নিজ নিজ এলাকায় ফিরে গেছেন।

আরো পড়ুন

সর্বশেষ