চট্টগ্রাম নগরের হালিশহরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে নুর জাহান নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোরে বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর লেইনের মর্জিনার মার কলোনীর দ্বিতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত আলাউদ্দিন (৩৬) নোয়াখালীর সোনাইমুড়ি থানার মইন উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী নুর জাহান তার পঞ্চম বিয়ের খবর জানতে পেরে ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেন।
হালিশহর থানার ওসি মনিরুজ্জামান জানান, আলাউদ্দিন পেশায় রিকশাচালক ও ইটভাটার শ্রমিক ছিলেন। আগের তিন স্ত্রীকে তালাক দিয়ে তিনি দেড় মাস আগে পঞ্চম বিয়ে করেন এবং নববধূকে গ্রামের বাড়িতে রাখেন। এ নিয়ে চতুর্থ স্ত্রী নুর জাহানের সঙ্গে তার দাম্পত্য কলহ চলছিল।
শনিবার রাতে তাদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে ভোরের দিকে নুর জাহান দা দিয়ে কুপিয়ে আলাউদ্দিনকে হত্যা করেন। হত্যার পর তিনি লাশের পাশেই বসে থাকেন। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করে।

