যশোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি

আরো পড়ুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি।

বুধবার বিকেলে শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর বিভিন্ন রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া হলেও এটিএম আজহারুল ইসলামকে এখনো মুক্তি দেওয়া হয়নি। তিনি এ ঘটনায় জামায়াতকে বৈষম্যের শিকার বলে উল্লেখ করেন এবং অবিলম্বে তার মুক্তি ও দলের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, সহকারী সেক্রেটারি বেলাল হোসাইন, গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলামসহ দলের অন্যান্য নেতারা। এছাড়া ইসলামী ছাত্রশিবিরের নেতারাও এতে অংশ নেন।

সমাবেশ শেষে শহরে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়, যা দড়াটানা, গাড়ীখানা, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে শেষ হয়। এতে যশোর শহর ও বিভিন্ন উপজেলা থেকে হাজারো নেতাকর্মী অংশ নেন।

জাগো/মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ