ঝিকরগাছায় প্রাইভেটকার দূর্ঘটনায় জেলা ছাত্রদল নেতাসহ নিহত- ২

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় যশোর জেলা ছাত্রদলের সহ-ধর্মবিষয়ক সম্পাদক নাজমুস সাকিব ও তার বন্ধু ফাহিম বিশ্বাস নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে যশোর-বেনাপোল মহাসড়কের কীর্তিপুর মোড়ে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে।

প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নাজমুস সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত ফাহিম বিশ্বাসকে যশোর ২৫০ শয্যা হাসপাতাল হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়, যেখানে শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

নাজমুস সাকিবের জানাজা মোবারকপুর মোহাম্মাদিয়া ফোরকানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। ফাহিম বিশ্বাসের লাশ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আরো পড়ুন

সর্বশেষ