গাজীপুরের টঙ্গীতে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

আরো পড়ুন

গাজীপুরের টঙ্গীতে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাগাড় সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি অ্যাপারেল লিমিটেডের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন ৪৩ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি জাফর, গণঅধিকার পরিষদের সদস্য মনোয়ার, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য মিলন, নুরুন নবী হায়দার এবং পথচারী রিপন।

স্থানীয় সূত্রে জানা যায়, উইন্ডি অ্যাপারেল লিমিটেডে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝুটের ব্যবসা পরিচালনা করছিলেন। সরকার পতনের পর থেকে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কারখানাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। বুধবার সাবেক এমপি হাসান উদ্দিন সরকারের কর্মচারী কিবরিয়া খান জনির লোকজন কারখানা থেকে ঝুট আনতে গেলে, যুবদলের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত হন। এসময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়।

টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডল জানান, সকালে হাসান সরকারের কর্মচারী জনি কারখানায় লোকজন পাঠান। তাদের সঙ্গে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বেশ কয়েকজন সন্ত্রাসী ছিল। তাঁর (নাজমুল) লোকজন বিষয়টি জানতে চাইলে তাদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয়। পরে বিকেলে নুরুন নবী হায়দারকে রাস্তায় আটকে মারধর করা হয়। এ ঘটনায় পাঁচজন আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

কিবরিয়া খান জনি দাবি করেন, কারখানার ওয়ার্ক অর্ডার তাঁর নামে এবং তাঁর লোকজন বৈধ পন্থায় মালপত্র আনতে গিয়েছিল। সেখানে কোনো মারামারি হয়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জানান, কারখানার মালিক পক্ষ থেকে পুলিশকে জানানো হয়নি যে কারখানা থেকে ঝুট বের করা হবে। সেখানে বিএনপির দুই পক্ষসহ অজ্ঞাত কয়েকটি পক্ষ ছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ