সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চাই :বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

আরো পড়ুন

সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান একটি পথসভায় বক্তব্য রেখেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি জনকল্যাণমূলক সরকার গঠন করলে দেশ উপকৃত হবে এবং জনগণও লাভবান হবে। তিনি সকলকে একত্রিত হয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সকালে মাগুরা যাওয়ার পথে ফরিদপুরের মধুখালীতে আয়োজিত এই পথসভায় তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে একসঙ্গে বাস করতে হবে। শফিকুর রহমান কোরআনের আদর্শে দেশ গড়ার জন্য সকলকে আহ্বান জানান এবং মানুষের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পথসভায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা জামায়াতের আমির মাওলানা আলীমুজ্জামান, বোয়ালমারী পৌর জামায়াতের আমির মাওলানা নিয়ামুল হাসান, মাওলানা রেজাউল করীম ও কামাল হোসেন। এই সভায় মধুখালী, বোয়ালমারী, এবং আশপাশের এলাকার কয়েকশ জামায়াত নেতাকর্মী অংশ নেন। শফিকুর রহমান মাগুরা জেলার প্রধান জনসভায় দুপুরে প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে।

জাগেো/মেহদী
Mehedi Hasan

আরো পড়ুন

সর্বশেষ