ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের কাবুল হোসেন তার দেওয়া ধার নিয়ে বিপাকে পড়েছেন। এদিকে, এই টাকা ফেরত চাইতে গিয়ে মারধরের শিকার হয়েছেন তার স্ত্রী সাজমুন্নাহার। এ ঘটনায় যশোর কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন সাজমুন্নাহার।
অভিযোগে তিনি জানান, একই গ্রামের বাসিন্দা আমিনুর রহমান ও তার স্ত্রী মিরা ২০১৯ সালের ১৮ এপ্রিল কাবুল হোসেনের কাছ থেকে ১৫ হাজার টাকা ধার নেন। তারা প্রতিমাসে ১,৫০০ টাকা করে পরিশোধের প্রতিশ্রুতি দেন। কিন্তু দীর্ঘদিন পার হলেও টাকা ফেরত দেননি। চলতি বছরের ১৩ জানুয়ারি দুপুরে সাজমুন্নাহার তাদের কাছে টাকা চাইলে তারা খারাপ আচরণ করেন। প্রতিবাদ করায় আমিনুর ও মিরা তাকে কিল-ঘুষি মেরে জখম করেন এবং শ্লীলতাহানির শিকার করেন। পরে সন্ত্রাসী কায়দায় শাবল ও চাইনিজ কুড়াল নিয়ে বাড়িঘর ভাঙচুর করেন এবং ঘরে থাকা দেড় লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
ভুক্তভোগী সাজমুন্নাহার এর সুষ্ঠু বিচার দাবি করেছেন।
জাগো/মুমিত,,

