যশোরে আড়াই মাসে চার দুর্ধর্ষ ডাকাতি, পুলিশ ব্যর্থতায় ক্ষোভ

আরো পড়ুন

যশোরে  সম্প্রতি সংঘটিত চারটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। গত আড়াই মাসে এসব ঘটনার একটিতেও পুলিশ কোনো সাফল্য অর্জন করতে পারেনি। লুণ্ঠিত অর্থ ও সম্পদও উদ্ধার হয়নি, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করেছে। পুলিশি ব্যর্থতা নিয়ে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ অক্টোবর যশোর সদর উপজেলার সুজলপুরে এক বাড়িতে ডাকাতির চেষ্টায় ব্যর্থ হয় ডাকাত দল। এরপর ২৫ অক্টোবর পাঁচবাড়িয়া গ্রামে অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদের বাড়িতে ডাকাতরা প্রায় সাড়ে ৬ ভরি সোনা ও নগদ পৌনে ৩ লাখ টাকাসহ মূল্যবান মালামাল লুট করে।

৯ নভেম্বর এসিআই অ্যাগ্রো লিমিটেডের ডিপোতে ২০ লাখ টাকা লুট হয়। ২৮ ডিসেম্বর ধুপখালী গ্রামে প্রবাসী মোহাম্মদ খোকনের বাড়িতে ডাকাতি হয়। সবশেষ ৪ জানুয়ারি ধলগ্রাম ইউনিয়নে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি ঘটে।

যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নুর ই আলম সিদ্দিকী জানান, তারা ডাকাতদের ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তবে সাধারণ মানুষের মধ্যে পুলিশি কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ