লালমনিরহাটের হাতীবান্ধায় এক মর্মান্তিক দুর্ঘটনায় আবু তালহা (৩২) নামে এক যুবকের মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে মাত্র ১৭ ঘণ্টা আগে করা এক ফেসবুক পোস্টের পর।
তালহা তার পোস্টে একটি কবরের ছবি যুক্ত করে লিখেছিলেন, “এই ঘরে সুখে থাকতে হলে আল্লাহর হুকুম ও রাসুল (সা.)-এর সুন্নত অনুযায়ী জীবনযাপন করতে হবে। এখানে কারো সুপারিশ চলবে না।” তার এই পোস্ট অনেককেই ভাবিয়েছে এবং পরে তার মর্মান্তিক মৃত্যু বিষয়টিকে আরও বেদনাদায়ক করে তুলেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তালহা বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে শোকের পাশাপাশি সচেতনতার বিষয়টিও উঠে এসেছে।
এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিদ্যুৎ কাজের ক্ষেত্রে সাবধানতা ও নিরাপত্তা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

