যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহমুদ হাসান বিপুকে আটক করেছে ডিবি পুলিশ। ১১ ডিসেম্বর দুপুর ১২টার দিকে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাঁচাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে বিকেলে তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল হোসেন জানিয়েছেন, মাহমুদ হাসান বিপুকে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আটক দেখানো হয়েছে। বুধবার তাকে এ মামলায় আদালতে চালান দেওয়া হবে।
থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি যশোর কোতোয়ালি থানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ৫টি মামলা হয়েছে। এসব মামলায় ৫ শতাধিক অজ্ঞাত এবং প্রায় ৩০০ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। এর অংশ হিসেবে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কাঁচাবাজারে কেনাকাটায় ব্যস্ত থাকা মাহমুদ হাসান বিপুকে আটক করা হয়।
অন্যদিকে, ডিবি পুলিশের অভিযানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যশোর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা রাসেলকেও আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ইছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেবের ছেলে।
বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, বিএনপির পার্টি অফিসে হামলা ও ভাঙচুরের মামলায় সোহেল রানা রাসেলকেও আটক দেখানো হয়েছে।
পুলিশি অভিযানে আরও আসামি আটকের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

